আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6914

ঈদ কুরবানী

প্রকাশকাল: 2 মে 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম।  নিজের ব্যক্তিগত ইনকাম থেকে কুরবানির নিয়তে কিছু টাকা জমিয়েছি। আমরা একাধিক ভাই হলেও এখনো সবাই যৌথ পরিবারে আছি এবং আমাদের ব্যক্তিগত ইনকামের পাশাপাশি একটা কমন যৌথ ইনকাম সোর্সও আছে। এবছর সেই যৌথ ইনকাম সোর্স (যেটায় আমাদের তিন ভাইয়েরই সমান অংশ আছে) এর টাকা থেকেই পরিবারের পক্ষ থেকে কুরবানি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।
এখন আমার প্রশ্ন হলো, আমি ব্যক্তিগত ইনকাম থেকে যে টাকা কুরবানির নিয়তে রেখেছিলাম সেই টাকায় যদি এখন কুরবানি না দিই তাহলে গুনাহগার হবো কি (যেহেতু যে কুরবানী দেয়া হচ্ছে তাতে আমারো অংশ আছে)? এই টাকাটা অন্য কাজে ব্যবহার জায়েজ হবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনাদের ভাইদের যদি আলাদা আলাদা কুরবানী করার সামর্থ থাকে অর্থাৎ কুরবানী করার জন্য যথেষ্ট অর্থ থাকে তাহলে আলাদা আলাদা ‍কুরবানী দিতে হবে। একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানী দিতে চাইলেও তিনজন মিলে একটি কুরবানী দিলে হবে না। আপনাদের তিন ভাই তিন পরিবার হিসেবে গণ্য। সুতরাং সেভাবে কাজ করতে হবে। প্রতিটি ভাই তার স্ত্রী-সন্তানসহ একটি পরিবার হিসেবে গণ্য। আর একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানী করার চেয়ে সামর্থবান প্রতিটি নারী-পুরুষের আলাদা কুরবানী করার মধ্যে অধিক সতর্কতা নিহিত। এই হিসেবেও আপনাদের তিনটি কুরবানী করতে হবে। যদি আপনাদের কারো পক্ষে একাকী কুরবানী করার সামর্থ না থাকে তাহলে সবাই মিলে টাকা দিয়ে কোন একজনের পক্ষ থেকে অথবা বাবা-মায়ের পক্ষ থেকে কুরবানী দিতে পারেন। তিন ভাইয়ের টাকা দিয়ে একটি কুরবানী সবার পক্ষ থেকে করা যাবে না।