উক্তি “পাপকে ঘৃণা কর, পাপীকে নয়”
১. আমি জেনেছি যে, আমর ইবনে হিসাম কে আবু জাহেল নামে ব্যঙ্গ করে ঘৃনা প্রকাশ করা হয়। যদি উপরোক্ত উক্তিটি সঠিক হয়ে থাকে তবে তো ব্যঙ্গ করা ঠিক মনে হচ্ছে না। আবার উপরোক্ত উক্তিটি ভুল হলে পাপ ও পাপী উভয়কেই ব্যঙ্গ করে ঘৃনা প্রকাশ করা ঠিক মনে হয়।
২. এছাড়াও কয়েকদিন আগে একজন ট্রান্সজেন্ডার আত্মহত্যা করেছে। সোস্যাল মিডিয়ায় অনেকে আলহামদুলিল্লাহ্ বলেছেন, আবার অনেকে আলহামদুলিল্লাহ্ বলাকে ঘৃনা করছেন। ট্রান্সজেন্ডার হওয়া ব্যক্তি পাপ করেছেন মর্মে অনেকেই বলছেন।
উপরোক্ত ১ ও ২ এ বর্ণিত ঘটনাগুলোর ক্ষেত্রে “পাপকে ঘৃণা কর, পাপীকে নয়” এ উক্তিটির সম্পর্কে কুরআন ও হাদিসের নির্দেশনা রেফারেন্সসহ জানালে আমার ধারনা স্পষ্ট হত।