আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6843

সালাত

প্রকাশকাল: 27 মার্চ 2024

প্রশ্ন

আলী ( রা:) হতে বর্ণিত :

নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : পবিত্রতা নামাজের চাবি , তাকবীর তার ( নামাজের বাইরে সকল হালাল কাজ ) হারামকারী এবং সালাম তার ( নামাজের বাইরের সকল হালাল কাজ ) হালালকারী।

( ইবনে মাজাহ : 275) এই হাদীস টার ব্যাখ্যা একটু বলে দিলে ভালো হতো।

উত্তর

নামায আদায়ের জন্য পবিত্রতা আবশ্যক। ওযু প্রয়োজন হলে ওযু করতে হবে, গোসল যদি ফরজ হয় গোসল করে পবিত্রতা অর্জন করে নামায আদায় করতে হবে। পবিত্রতা অর্জন ছাড়া নামায আদায় করা যাবে না। অপবিত্র হলে পরবর্তী ওয়াক্তের নামাযের আগেই পবিত্রতা অর্জন করতে হবে। তাকবীর দেয়ার পর নামাযের কাজ ছাড়া সকল কাজ হারাম তথা নিষিদ্ধ। যেমন, খাওয়া-দাওয়া, কথা বলা, কেনা-বেচা করা ইত্যাদি। সালাম ফিরানোর পর আবার এইসব কাজ অনুমোদিত।