আমার বোনের কাছে দুই ভড়ি স্বর্ণ আছে যার বাজার মুল্য প্রায় ২ লক্ষ টাকা। তার কাছে নগদ কোনো অর্থ নেই। তার কি যাকাত দিতে হবে?? এক হুজুর বলেছেন ৫২ তোলা রুপার সমমুল্যর সোনা থাকলেও নাকি যাকাত দিতে হবে। একটু বুঝিয়ে বলবেন শায়েখ।
২য় প্রশ্ন : কারো যদি গোসল ফরজ হওয়ার পরেও সে সাধারণভাবে গোসল করে, মানে এমনি শুধু পাণি ঢেলে গোসল করে তাহলে কি সে নাপাক থেকে যাবে??