আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6828

তাফসীর

প্রকাশকাল: 24 মার্চ 2024

প্রশ্ন

সূরাহ আনকাবুতের ৪৫ নাম্বার আয়াতে মুনকার শব্দ দ্বারা কোন মন্দ কাজগুলোকে বোঝায় এখানে কি টিভিতে খেলা দেখা এটা কি মুনকার কাজের মধ্যে পরে?

উত্তর

জ্বী, প্রয়োজনীয় কাজ বাদ দিয়ে অযথা খেলা দেখা মুনকার বা মন্দ কাজের অন্তভূক্ত। অনেক সময় এই খেলা দেখা ইবাদত থেকেও রিবত রাখে। তাছাড়া এই খেলাগুলোও শরীয়াহর দৃষ্টিতে বৈধ নয়। সুতরাং খেলা থেকে বিরত থাকবেন।