আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6827

ফিতরা

প্রকাশকাল: 23 মার্চ 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম
আমরা তিন ভাই ও দুই বোন। বাবা মা জীবিত আছেন আলহামদুলিল্লাহ।
আব্বা রিটায়ার্ড পারসন কিন্তু পেনশন পান।
দুই ভাই বিবাহিত। এক ভাই অবিবাহিত।

বড় ভাইয়ের পরিবার বাবার সাথেই থাকেন একই ঘরে কিন্তু আলাদা খান এবং বাবার সংসারে কন্ট্রিবিউট করেন না।

আরেক ভাইয়ের বউ বাচ্চা শ্বশুর বাড়িতে থাকে কিন্তু সে বাবার সংসারে কন্ট্রিবিউট করে।

অপর ভাই বিদেশ থাকে এবং এক বোনের পড়াশোনার খরচ ও ভরণপোষণ দিয়ে থাকে। বাবার সংসারে কন্ট্রিবিউট করছেননা আপাতত।

অপর বোন বিবাহিত।

এখন ফিতরা কে কিভাবে দিবেন?

যে ভাই পরিবার নিয়ে বাবার সংসারে থাকেন আলাদা খান কিন্তু কন্ট্রিবিউট করেননা তিনি ঋণগ্রস্ত এবং নিজের সংসার চালানো উনার জন্য বেশ কস্টকর। এখন তার বাবা বা ভাইয়েরা ফিতরা কি উনাকে দিতে পারবেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যার পরিবাবেরর ফিতরা সেই পরিবার প্রধান আদায় করবে। তিন ভাই নিজ নিজ স্ত্রী ও নাবালেগ সন্তানদের ফিতরা আদায় করবে। যিনি অবিবাহিত তিনি তার ফিতরা  নিজে আদায় করবে। বোনদের স্বামী তাদের ফিতরাআদায় করবে। অবিবাহিত বোনের ফিতরা আদায় করবে তার বাবা। বাবা সন্তাদেরকে ফিতরা দিতে পারবেন না।  আপন ভাই-বোনকে ফিতরা দেয়া যাবে।