আসসালামু আলাইকুম।
১। আমার খালু ব্যাংকে চাকরি করতেন আর এখন তার অবসরে প্রাপ্ত টাকা ব্যাংকে জমা রেখে সুদ গ্রহণ করেন। আমার বাবা মাঝে মাঝেই তার কাছ থেকে টাকা ধার করেন। এমন ব্যাক্তির কাছে টাকা ধার করা কি জায়েজ হবে? আমার বাবা ধার করলে কি আমি তা থেকে কিছু গ্রহণ করতে পারব? সন্তানের জন্য কি তা হালাল হবে?
২। আমার এক নানু আমাকে কিছু টাকা হাদিয়া দিয়েছেন দেওয়ার সময় তিনি বলেছেন “জামা- কাপড় কিনবে” এখন এ টাকা যদি আমি অন্য খাতে ব্যায় করি তবে কি তা গুনাহের কাজ হবে?