আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আমার প্রশ্ন হলোঃ-
১. তাশাহুদে শাহাদাত আঙ্গুল উঠানোর সঠিক নিয়ম কি? বিশেষ করে ইশারা ও নাড়ানোর সঠিক পদ্ধতি কি? আমি হাদিসে, দোআ করা ও তা নাড়ানো এমনটা শুনেছিলাম। এবং স্যার এর একটি ভিডিও লেকচারে, উনি বিতর্কিত বিষয়গুলো তুলে ধরার এক পর্যায়ে এইটার কথা বলেছিলেন এবং উনি শুরু থেকে শেষ পর্যন্ত তুলেন বলেছিলেন। বিষয়টি একটু বুঝিয়ে বলবেন Please
২. সাহু সেজদা করার সঠিক নিয়ম কি?
▶ আত্তাহিয়্যাতু পড়ে ডান দিকে ১বার সালাম ফিরিয়ে ২টি সেজদা করে পুনঃরায় পুরু তাশাহুদ পড়ে ডানে বামে সালাম ফিরানো নাকি –
▶ আত্তাহিয়্যাতু, দুরুদ শরিফ, দোআ মাসুরা সম্পূর্ণ পড়ে ২টি সেজদা করে তারপর ডানে বামে সালাম ফিরানো? কোনটা সঠিক ও সুন্নাহ সম্মত?
৩. দুয়া কুনুত এবং বিতর সালাত ৩ রাকাত পড়ার সঠিক ও সুন্নাহ সম্মত পদ্ধতি কোনটি?
▶ ২ রাকাত পড়ে সালাম ফিরিয়ে তারপর ১ রাকাত পড়া? এইক্ষেত্রে প্রথম ২ রাকাত কি নফল সালাত এবং শেষ ১ রাকাত বিতরের নিয়ত করে পড়তে হবে?
▶ মাগরিবের মতন করে ৩ রাকাত পড়া? এইক্ষেত্রে একটা হাদিসে, বিতরকে মাগরিবের মতন করে পড়তে মানা করা হয়েছে শুনেছিলাম। বিষয়টি একটু বুঝিয়ে বলবেন Please
▶ কোথাও না বসে একটানা ৩ রাকাত পড়া। অর্থ্যাৎ, ২য় রাকাতে না বসে, শুধুমাত্র শেষ রাকাতে বসা। কোনটা সঠিক ও সুন্নাহ সম্মত?
৪. ৩য় রাকাতে দুয়া কুনুতের আগে যে তাকবীর দেয়া হয়, আমি শুনেছি এইটা সঠিক নয় – বিষয়টি একটু বুঝিয়ে বলবেন Please
৫. দুয়া কুনুত রুকুর আগে বা পড়ে কখন পড়া উত্তম? এইক্ষেত্রে রুকুর আগে পড়লে হাত উঠিয়ে মুনাজাতের মতন করে পড়তে হবে নাকি হাত বেঁধে পড়তে হবে? এবং রুকুর পড়ে পড়লে কিভাবে পড়বো এবং দুয়া শেষে মুখে হাত মাসেহ করার বিধান কি?
এই ছিল আমার প্রশ্ন। অনুগ্রহ করে প্রশ্নানুসারে, স্যার এর দেয়া উত্তরগুলা আমাকে বললে খুব-ই উপকার হয়। স্যার এর সঙে দেখা করার ও অনেক কিছু জানার অনেক আগ্রহ ছিল। আল্লাহ্ তাআলা উনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং আপনাদেরকেও উত্তম বিনিময় দান করুন। আমিন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।