আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 681

অর্থনৈতিক

প্রকাশকাল: 11 ডিসে. 2007

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। প্রশ্নঃ ঔষধ খাওয়া কিংবা ঔষধ খাওয়ার জন্য সুস্থ্য হওয়া মনে করা কি শিরক? ইসলামে ঔষধ খাওয়ার বিষয়টি বিস্তারিত জানালে উপকৃত হব। আরেকটা প্রশ্নঃ স্যারের মৃত্যুরপর এইসব প্রশ্নের উত্তর কে/কারা দেন? ওনাদের পরিচিতি জানাবেন কি? আল্লাহ্ আপনাদের খেদমত কবুল করুক। আমীন।

উত্তর

ওয়া আলাইকুমু স সালাম। ঔষুধ খাওয়া বা অন্য কোন জায়েজ চিকিৎসা নেয়া কোন অন্যায় নয়। বরং সুন্নত। কোন মুসলিম এমন চিন্তা কর না যে ঔষধই তাকে ভাল করেছে। সে সব সময় মনে করে ঔষুধের মাধ্যমে আল্লাহ তাকে ভাল করেছে। হ্যাঁ, যদি কেউ মনে করে ঔষধই তাকে ভাল করেছে তাহলে শিরক হবে। স্যার রহ. ইন্তেকালের পূর্বে যারা এই দায়িত্বে ছিল তারাই আছে। তবে স্যার যে কাজ করতেন সে কাজ করেন আমাদের এখান কার আলেমগণ। বিস্তারিত জানতে 01792108768