আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6739

নামায

প্রকাশকাল: 18 ফেব্রু. 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজের বৈঠকের সময় দৃষ্টি কোথায় থাকবে? অনেক আলেম বলছেন দৃষ্টি থাকবে কোলের। দিকে আবার অনেক আলেম বলেছন দৃষ্টি থাকবে শাহাদাত আঙ্গুলের দিকে। এখন আমরা সাধারণ মানুষ কোনটা নিব ? কোনটা হাদিস সুন্নাহ মোতাবেক?

উত্তর

দৃষ্টি শাহাদাৎ আঙ্গুলিকে অতিক্রম করবে না। এর মধ্যে রাখতে হবে। শাহাদাৎ আঙ্গুলির দিকে দৃষ্টি রাখতে পারেন। عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، بِهَذَا الْحَدِيثِ قَالَ لَا يُجَاوِزُ بَصَرُهُ إِشَارَتَهُ ‏ ’আমির ইবনু ’আবদুল্লাহ ইবনুয যুবাইর (রহঃ) তার পিতার সূত্রে এ হাদীসটি বর্ণনা করে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দৃষ্টি (শাহাদাত আঙুলের) ইশারাকে অতিক্রম করতো না। সুনানু আবু দাউদ, হাদীস নং ৯৯০। হাদীসটি হাসান। عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ رَأَى رَجُلاً يُحَرِّكُ الْحَصَى بِيَدِهِ وَهُوَ فِي الصَّلاَةِ فَلَمَّا انْصَرَفَ قَالَ لَهُ عَبْدُ اللَّهِ لاَ تُحَرِّكِ الْحَصَى وَأَنْتَ فِي الصَّلاَةِ فَإِنَّ ذَلِكَ مِنَ الشَّيْطَانِ وَلَكِنِ اصْنَعْ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصْنَعُ . قَالَ وَكَيْفَ كَانَ يَصْنَعُ قَالَ فَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَأَشَارَ بِأُصْبُعِهِ الَّتِي تَلِي الإِبْهَامَ فِي الْقِبْلَةِ وَرَمَى بِبَصَرِهِ إِلَيْهَا أَوْ نَحْوِهَا ثُمَّ قَالَ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَصْنَعُ . আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি এক ব্যক্তিকে দেখলেন, সে নামাযে থাকা অবস্থায় তার হাত দ্বারা পাথরের টুকরা নাড়ছেন। তার নামায শেষ হলে তাকে আব্দুল্লাহ (রাযিঃ) বললেন, তুমি নামাযে থাকা অবস্থায় পাথরের টুকরা নেড়ো না। কেননা, তা শয়তানের কাজ, বরং ঐরূপ কর যেরূপ রাসূলুল্লাহ (ﷺ) করতেন। সে ব্যক্তি বলল, তিনি কি করতেন? আব্দুল্লাহ (রাযিঃ) তাঁর ডান হাত ডান উরুর উপর রাখলেন। আর তার ঐ আঙ্গুল দ্বারা কিবলার দিকে ইশারা করলেন যা বৃদ্ধা আঙ্গুলীর নিকটবর্তী (অর্থাৎ তর্জনি আঙ্গুল দ্বারা) আর তার দৃষ্টি তার প্রতি রাখলেন। তারপর বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) –কে এরূপই করতে দেখেছি। সুনানু নাসায়ী, হাদীস নং ১১৬০। হাদীসটি হাসান।