আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6738

অর্থনৈতিক

প্রকাশকাল: 18 ফেব্রু. 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ । আমি একজন জেনারেল লাইনের পড়ুয়া ছাত্র । আমি এইচএসসি শেষ করছি আলহামদুলিল্লাহ ২০২৩ এ। আমি এখন দ্বীনের দায়ী হতে চাই ইন’শা’আল্লাহ । ইসলামের জন্য কিছু করতে চাই । দাওয়াতের কাজ করতে চাই ইন’শা’আল্লাহ। এখন কোন বিষয় নিয়ে পড়লে ভাল হবে ? কোন বিষয় নিয়ে পড়লে দায়ী হতে পারবো ? আপনার থেকে একটু পরামর্শ নিতে পারলে অনেক ভাল হতো?দয়া করে রিপ্লাই দিলে ভাল হবে ইন’শা’আল্লাহ 😊।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রথমে কুরআন সহীহভাবে পড়তে শিখবেন। তারপর কুরআনের তরজামা-তাফসীর পড়বেন। হাদীসের বইগুলো পড়বেন। ইসলামের মৌলিক বিষয়ে আলেমদের লেখা বইপত্র পড়বেন। শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. লিখিত বইগুলো ভালো করে পড়বেন। এভাবে নিজেকে একজন প্রকৃত মুসলিম হিসেবে গড়ে তুলুন এবং আপনার জ্ঞানের পরিধি অনুযায়ী মানুষকে আল্লাহর পথে আহ্ববান করুন।