এশার নামাজ পড়ে দুনিয়াবি কাজে লিপ্ত না হয়ে ঘুমানোর উদ্দেশ্যে এশার নামাজ ১০-১১ টার মাঝে পড়লে কি হবে? নাকি আরও আগে শেষ করতেই হবে? ১০ টার আগে নামাজ পড়ে আরও ১ ঘন্টা পড়ে ঘুমানো উত্তম নাকি নামাজ দেরিতে পড়া যাবে?
উত্তর
আপনি যদি মহিলা হন তাহলে নামায ঘুমানোর আগে পড়া আপনার জন্য উত্তম। তবে মধ্যরাতের আগে পড়বেন। ১১টার সময় যদি ঘুমান তাহলে ঘুমাতে যাওয়ার আগ দিয়ে পড়বেন।
আর পুরুষরা সব সময় মসজিদে নামায আদায় করবে।