আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6733

অর্থনৈতিক

প্রকাশকাল: 18 ফেব্রু. 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত আছি। আমি আমার কোম্পানির প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে জানতে ইচ্ছুক। আমার কোম্পানির প্রভিডেন্ট ফান্ডের ধারণা মোটামুটি এইরকম যে- কোম্পানি ইসলামী ব্যাংকে প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে একটি অ্যাকাউন্ট খুলেছে। আমরা আমাদের বেসিকের একটি নির্দিষ্ট পরিমাণ 10% প্রভিডেন্ট ফান্ডে রাখতে পারব। সর্বনিম্ন দুই বছর এখানে টাকা জমানোর পরে কোম্পানি আমাকে আমার জমানো পরিমাণের সমপরিমাণ টাকা রাখবে। যেটা আমরা সর্বনিম্ন দুই বছর পর তুলতে পারবো ব্যাংকের মুনাফা বাদ দিয়ে।

আমার জিজ্ঞাসা হচ্ছে কোম্পানি যেহেতু আমাকে কর্মচারী হিসেবে সুবিধাটি দিচ্ছে, ‌ আমি কি এই সুবিধাটা নিতে পারবো কিনা?

আর আমার কোম্পানি যেহেতু একটি বেসরকারি প্রতিষ্ঠান সে ক্ষেত্রে কোম্পানি দেউলিয়া হয়ে গেলে আমার মূলধন খোয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বেসিকের ১০% এর বেশি বা কম কোনটাই রাখার সুযোগ নেই। আর প্রভিডেন্ট ফান্ড এর একাউন্টটি বাংলাদেশ ইসলামী ব্যাংকে খোলা।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আপনাদের প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ডের যে বিবরণ আপনি দিয়েছেন সে অনুযায়ী এটা জায়েজ। তবে সুদভিত্তিক কোন ব্যাংকে রাখলে জায়েজ হবে না।