অলঙ্কার ব্যবহারের উদ্দেশ্যে নারীদের নাক, কান ফোঁড়ানো জায়েজ। কিন্তু এটি শরিয়তের কোনো বাধ্যতামূলক হুকুম নয়। সুতরাং কোনো নারী নাক, কান না ফোঁড়ালে তার কোনো গুনাহ হবে না এবং এ কারণে আখিরাতে তাকে শাস্তিও পেতে হবে না। তবে বর্তমানে আরো কিছু কিছু অঙ্গে অলঙ্কার ব্যবহার করতে দেখা যায়, যেমন : ঠোঁট, চোখ, নাভি, জিহ্বা ইত্যাদি। এসব স্থানে অলঙ্কার ব্যবহার করা অপসংস্কৃতি ও উগ্রতার বহিঃপ্রকাশ। তাই এসব স্থান ফোঁড়ানো এবং অলংকার ব্যবহার শরীয়ত অনুমোদিত নয়।