আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6730

যাকাত

প্রকাশকাল: 17 ফেব্রু. 2024

প্রশ্ন

বিয়ের সময় আমার স্ত্রীকে কিছু স্বর্ণের গহনা দেওয়া হয়েছিল। যদিও গহনাগুলো নামে আমার স্ত্রীর হিসেবে দেওয়া হয়েছিল, কিন্তু ঐ গহনাগুলো সব সময় আমার স্ত্রীর বাবা-মার কাছেই থাকে। কখনো কোন অনুষ্ঠান হলে তখন পড়তে দেওয়া হয়, আবার সেগুলো তাদের কাছেই নিয়ে রেখে দেওয়া হয়। এমনিতে ঐ গহনাগুলো আমার স্ত্রীর পড়া বা ব্যবহার করা হয় না, বা চাইলেও সবসময় বের করার অনুমতি নেই। আমার স্ত্রীর ওই গহনাগুলো পরিবর্তন, বিক্রি বা কোন কিছু করার অনুমতি নেই, অর্থাৎ পুরোপুরি মালিকানা নেই।

এমতাবস্থায়, ওই গহনাগুলোর যাকাত কি আমার স্ত্রীর আদায় করতে হবে?

উত্তর

ঐ গহনাগুলোর মালিকানা আপনার স্ত্রীর। কারণ আপনার গহনা দিয়েছেন স্ত্রীকে, বাব-মাকে নয়। সুতরাং যাকাত আপনার স্ত্রীকে দিতে হবে। স্ত্রীর বাবা-মা যদি তাকে ইচ্ছামত ব্যবহারের অনুমতি না দেয় তাহলে এটা অনুচিত কাজ, এটা কার তাদের ঠিক হচ্ছে না, স্ত্রী যেন তার ইচ্ছামত ব্যবহার করতে পারে সে ব্যবস্থা করুন। গহনাগুলো বিক্রির, পরিবর্তনের সকল অধিকার আপনার স্ত্রীর আছে। পিতা-মাতা যদি বাধা দেয় সেটা অনধিকারচর্চা। এটা থেকে বিরত থাকা তাদের জন্য আবশ্যক। তবে স্ত্রী যদি তার বাবা-মাকে গহনা সব দান করে দেয়, তাহলে গহনার মালিকানা তাদের হাতে চলে যাবে এবং তারা যাকাত দিবে।