আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6715

বিবাহ-তালাক

প্রকাশকাল: 4 ফেব্রু. 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম শায়েখ। আমার স্বামীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আমি তাকে বলি যে, যে জায়গায় আমার কোনো দাম নেই এরকম জায়গা আমি ছাড়তে চাই। জবাবে সে আমাকে বলেছে সেটা তোমার ব্যাপার, আমি কিছু জানিনা। এখন এ কথার মাধ্যমে কি আমি অর্পিত তালাকের অনুমতি পেয়ে গেছি? এখন আমাদের করণীয় কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, কোন এ কথার মাধ্যমে কোন তালাকের অনুমতি আপনি পানি নি। এখন আপনার করণীয় হলো এই ধরণের কথোপকথন ছেড়ে দেয়া, ধৈর্যের সাথে সংসার করা, রাগারাগি- ঝগড়াঝাটি বাদ দেয়া, মনোমালিন্য হলে চুপ থাকা, স্বামীর আনুগত্য করা।