আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6714

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 4 ফেব্রু. 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম,,, আমার বয়স ৩৩ চলমান, আমি একজন প্রবাসী, আমার প্রশ্ন হচ্ছে পরিবার থেকে এখনও বিয়ে করানোর কোনো আগ্রহ নেই, বয়স ৩৩ বছর হওয়ার পরেও,, যদি ও বিয়ের জন্য বলা হয়েছে বিভিন্ন ভাবে ফ্যামিলিতে,,,এখন আমার করনীয় কি,,? আমি একা একা চাইলেই বিয়ে করাও সম্ভব না কারন পরিবারের সবাই বেঁচে আছে,,, কেউ এভাবে কারো মেয়ে ৭ও আমার হাতে তুলে দিবে না?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অভিভাবকদের স্পষ্ট করে বিয়ের কথা বলে দিবেন। যেহেতু আপনি উপার্জন করেন আপনার জন্য বিয়ে করা সহজ। নিজের প্রয়োজনের কথা সব সময় আল্লাহকে বলবেন আর এই দুআটি বিভিন্ন সময় নিয়মিত পাঠ করবেন رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا