আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6677

বিবাহ-তালাক

প্রকাশকাল: 23 জানু. 2024

প্রশ্ন

আমার স্বামীর সাথে আমার সামান্য বিষয়ে মোনমালিন্য হয়েছিল এখন আমার স্বামী আমাকে রাগের মাথায় তালাকের নোটিস পাঠায় তাতে তিন তালাকের কথা উল্লেখ ছিলো কিন্তু আমার স্বামী আামাকে বলে যে সে এক তালাকের কাগজে সাইন করে তিন তালাকের কোনো কাগজে সে সাইন করে নাই আর কাজির সাথে সাথে যে সে তিন তালাক বলে ফেলেছে সে বুঝতে পাারে না আর আমার স্বামী য়ে মুখে এবং লিখিত তালাক দিয়েছিল তখন আমি বা আমার পরিবারের কেউ সামনে উপস্থিত ছিল না শুধু আমার স্বামীর তিন জন বন্ধু ছিল উপস্থিত এখন আমার প্রশ্ন হলো এতে কি আমাদের তিন তালাক পুরাপুরি হয়ে গেছে?

উত্তর

জ্বী, কাজীর সাথে তিন তালাক বলার কারণে তিন তালাক হয়ে গেছে। তবে স্থানীয় কোন ভাল আলেমের সাথে সব কাগজপত্র নিয়ে আলোচনার করবেন। তিনি সব কিছু দেখে-শুনে চুড়ান্ত সিদ্ধান্ত দিবেন।