আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6676

শিরক-বিদআত

প্রকাশকাল: 23 জানু. 2024

প্রশ্ন

আসসালামু আলাইকুম হুজুর। আমার বাচ্চা ৩ মাসের।সে অনেক কান্না করে বিধায় তাকে হুজুরের কাছে নিয়ে যায়।হুজুর তাকে কালো সুতা, পানি ও তেল পড়া দেয়।কালো সুতা দেওয়া কি যায়েজ আছে? আমার অনিচ্ছা সত্ত্বেও আমার শাশুড়ি এবং স্বামীর জোর করায় দিতে বাধ্য হই। যায়েজ না হলে  কি শিরকের মধ্যে আমিও লিপ্ত হবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, সুতা পড়া দেয়া জায়েজ নেই। এটা শিরক। যারা বাধ্য করেছে তারা এর জন্য দায়ী থাকবে। আপনি আপনার কথা তাদেরকে জানিয়ে দিবেন।