আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6671

শিরক-বিদআত

প্রকাশকাল: 16 জানু. 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম সম্মানিত শায়েখ। আমি অনুভব করি আমরা খুবই বড় ফিতনার যুগে বসবাস করছি। চেস্টা করি গুনাহ থেকে অনেক দূরে থাকার। কোন কারনে যদি ভুলে বা অজান্তেই বা অনিচ্ছাই কুফুরী চিন্তা মাথায় আসে তাহলে অশান্তি অনুভব করি। ভাবি যে আমি কি মুসলিম আছি, নাকি কুফুরী চিন্তার কারনে আবার আমাকে কালিমা পাঠ করা লাগবে? বৈবাহিক সম্পর্ক কি ঠিক থাকবে এই অবস্থায়। উল্লেখ যে, আল্লাহ ও রাসুল (সা:) যা নিষেধ করেন তা আমি কঠোর ভাবে ঘৃনা করার চেষ্টা করি। এবকং আমি একজন বিশ্বাসী আল্লাহ বান্দা। এক্ষেত্রে আমার উল্লেখিত প্রশ্নে করনীয় কি? কুফুরী করে ফেললে কি তওবার পাশাপাশি কালিমা পাঠ করা আবশ্যক?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি আপনার অজান্তেই চিন্তা রোগে আক্রান্ত হয়েছেন। চিন্তা রোগ থেকে সেরে উঠলেই আপনার সব ঠিক হয়ে যাবে। কোন ধরণের চিন্তা করবেন না। ইসলামের আদেশে নিষেধ মেনে চলবেন, সকল ইবাদতগুলো সঠিক নিয়ম পালন করবেন, চিন্তা বাদ দিবেন।