আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6672

পবিত্রতা

প্রকাশকাল: 22 জানু. 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম সম্মানিত শায়েখ। ফরজ গোসলে সব শেষে পা ধোয়া টা কি বাধ্যতামূলক?  গোসলের সময় পুরোপুরি ভাবে ধুয়ে ফেললে কি গোসল শেষে আবার ২ পা অজুর মতো করে ধুতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। গোসলের শুরুতে ওযু করা সুন্নাত। রাসূল সা. ওযু করতেন তবে পা গোসলের শেষে ধৌত করতেন। কারণ হলো তখন গোসলখানার নীচে পানি জমে থাকতো। বর্তমানে এই সমস্যা নেই। তাই গোসলের শুরুতে পুরো ওযু করলেই হবে। পরে পা ধোয়ার প্রয়োজন নেই।