আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6661

জায়েয

প্রকাশকাল: 13 জানু. 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম. শায়েখ লাইব্রেরীতে শিরক ও বেদয়াত মিশ্রিত বই বিক্রয় করে উপার্জিত অর্থ হালাল হবে কি? কুরান ও হাদিসের আলোকে সমাধান আশা করছি?

উত্তর

শিরক ও ‍বিদআর হারাম। সুতরাং এই বিষয়ের বই লেখা বা পড়াও নিষিদ্ধ। হারাম কোন জিনিস ক্রয় বিক্রয় করাও নিষিদ্ধ। আল্লাহ তায়ালা বলেছেন,ولا تعاونوا على الإثم والعدوان মন্দকর্ম ও সীমালংঘনের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা, আয়াত নং ২। সুতরাং এই পাপ কাজ থেকে বিরত থাকতে হবে।