আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6662

সালাত

প্রকাশকাল: 14 জানু. 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম সম্মানিত শায়েখ।  আমার প্রশ্ন হচ্ছে, নামাজ পড়ার শর্তে কি বেনামাজিকে বা মাঝে মাঝে নামাজ পড়ে এমন মানুষকে কি যাকাত দেয়া যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মাঝে মাঝে নামায পড়ে আবার মাঝে মাঝে ছেড়ে দেয় এমন ব্যক্তিকে যাকাত দেয়া যাবে। এবং তাকে যাকাত দেয়ার সময় নিয়মিত নামায পড়ার জন্য নসীহত করা যাবে, চাপ দেয়া যাবে। শর্ত করার দরকার নেই। আর আদৌ যদি নামায না পড়ে তাহলে তাকে যাকাত দিবেন না। কারণ যাকাত মুসলিমকে দিতে হয়, আর যে মোটেও নামায পড়ে না, সে মুসলিম কি না সে বিষয়ে প্রশ্ন চলে আসে। এমন ব্যক্তি যদি নিজেকে মুসলিম দাবি করে তাহলে তাকে বলতে পারবেন, নামায পড়ে নিজেকে মুসলিম প্রমাণ করো তাহলে যাকাত পাবে। নামায পড়লে তাকে যাকাত দিবেন। নামায পড়ার শর্তে যাকাত দিবেন এমন নয়, বরং নামায পড়ার মাধ্যমে তার মুসলিম হওয়া নিশ্চিত হওয়ার পর তাকে যাকাত দিবেন।