আস-সালামু আলায়কুম, আমি কি পুরো রমজানের রোজা রাখার নিয়ত রমজানের পূর্বে অথবা প্রথম রোজায় করতে পারব?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। অধিকাংশ ইামম, ফকীহ ও আলেমের মতে প্রতিটি রোজার জন্য আলাদা আলাদা নিয়ত করতে হবে। কারণ প্রতিটি রোজা আলাদা আলাদা ইবাদত। ইমাম মালেক রহি. বলেছেন, একবার নিয়ত করলেও সহীহ হবে। শায়খ বিন বাজ রহি. বলেছেন, প্রতিটি রোজার জন্য নিয়ত করতে হবে, এটাই সঠিক মত। বিস্তারিত জানতে