আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6650

যাকাত

প্রকাশকাল: 11 জানু. 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। অনুগ্রহ করে আমার প্রশ্নের উত্তর টা দিবেন আশা করি। আমি একজন মেয়ে। বিয়ের ২ বছর আগে আমার নিসাবের চেয়ে একটু বেশি সোনা এবং ৩ লাখ মতো টাকা ছিল। কিন্তু আমি বিভিন্ন ব্যস্ততায় যাকাত দিতে ঢিলেমি করে ফেলি। মাথা থেকে বের হয়ে গিয়েছিল বিষয়টা। আমি আল্লাহর কাছে খুবই লজ্জিত এবং অনুতপ্ত। আমার স্বামী, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি। ইসলামের মৌলিক বিষয় গুলো মেনে চলার চেস্টা করি আলহামদুলিল্লাহ। এই  ভুল আর কখনোই করবো না ইনশাআল্লাহ। পরবর্তীতে  আমি পরিপূর্ণ যাকাত প্রদান করবো সময়মতো। যাকাত আদায় না করা সময়ে আমার বিয়ে হয় এখন প্রশ্ন হচ্ছে আমার ২ বছরের যাকাত কি কবুল করবেন মহান আল্লাহ। এবং আমার যাকাত আদায় না করা অবস্থায় বিয়ে হয়। বিয়েটা কি সহিহ হয়েছে কিনা? আমি খুবই ভীত এবং দু:চিন্তা গ্রস্থ আছি। আমাকে একটু সাহায্য করুন উত্তর টা দিয়ে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিগত যে দুই বছরের যাকাত দেন নি সেই যাকাত এখন দিয়ে দিবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। দু:শ্চিন্তার কারণ নেই। বিয়ে সহীহ হয়েছে। ভবিষ্যতে যাকাতসহ সকল ইবাদত যথাসময়ে আদায় করবেন।