১। আমার নাপাক লুঙ্গি ধোয়ার সময় তা না চিপে শুধু পা দিয়ে চাপ দিয়ে পানি বের করা হয়েছে। এভাবে কয়েকবার করা হয়েছে। এবং পানি দ্বারা ধোয়াও হয়েছে। কিন্ত কাপড়টি রোদে শুকনোর পর নাপাকের দাগ দেখেছি। এবং তা তুলে ফেলেছি। এতে কি কাপড় পাক হয়েছে?
২। লুঙ্গিটি ধোয়া শেষে পাক কাপড়ের সাথে বালটিতে করে রোদে শুকানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এতে কি পাক কাপড়গুলো নাপাক হয়েছে।