“আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু” স্যার আমার প্রশ্ন হল –
আমি একটা নামাজ শিক্ষা তে পড়েছি লেখা আছে যে রুকুতে যে তাসবিহ পড়ে ” সুবহানা রাব্বিয়াল আজীম ” এটা সঠিক উচ্চারণ করতে না পারলে, ওই জায়গায় “সুবহানা রাব্বিয়াল কারিম ” পড়তে হবে । এটা কতটা সঠিক?
আর যদি এটা না হয় তাহলে সাধারন ভাবে “সুবহানা রাব্বিয়াল আজীম” উচ্চারণ করলে হবে?
যদি এই সম্পর্কে কিছু বলেন, উপকৃত হব।