আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6625

অর্থনৈতিক

প্রকাশকাল: 2 জানু. 2024

প্রশ্ন

আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে অল্প বেতনে চাকরি করি। উপার্জিত টাকায় মা আব্বা ও আমি কষ্ট করে দিন কাটাই।  মা অসুস্থ থাকায় এ মুহূর্তে বিয়ে করাটা জরুরি!  এমতাবস্থায় আমি কী করতে পারি?

 

উত্তর

বিবাহের মধ্যে আল্লাহ অনেক বরকত রেখেছেন। সুতরাং আপনি বিবাহ করে নিন, এবং পবিত্র জীবনজাপন করুন। আল্লাহ ইনশাআল্লাহ আপনার উপার্জন বাড়িয়ে দিবেন, এবং রিজিকে বরকত দান করবেন। আল্লাহ তায়ালা বলেন,

” ﻭﺃﻧﻜﺤﻮﺍ ﺍﻻﻳﺎﻣﻲ ﻣﻨﻜﻢ ﻭ ﺍﻟﺼﺎﻟﺤﻴﻦ ﻣﻦ ﻋﺒﺎﺩﻛﻢ ﻭ ﺇﻣﺎﺋﻜﻢ ﺇﻥ ﻳﻜﻮﻧﻮﺍ ﻓﻘﺮﺍﺀ ﻳﻐﻨﻬﻢ ﺍﻟﻠﻪ “

তোমাদের মধ্য হতে যারা বিবাহহীন তাদের বিবাহ দিয়ে দাও এবং দাস-দাসীদের মধ্যে যারা সৎ তাদেরকেও। তারা যদি নিঃস্বও হয়ে থাকেন তবে স্বয়ং আল্লাহ্ তাকে ধনী বানিয়ে দেবেন – সূরা নুর। আয়াতঃ ৩২।

.