আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6616

পবিত্রতা

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম শায়েখ। আমি ইস্তনিজা করার পর নামাজ পড়ি। নামাজের কিছু সময় পরে দেখি যে কিছু নাপাকি আমার অগোচরে থেকে গেছে। ঐ নামাজের ওয়াক্তও আছে। আমার কি নামাজ আবার পড়তে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, শরীরে বা কাপড়ে নাপাক থাকা অবস্থায় যদি নামায আদায় করেন তাহলে সেই নামায সহীহ হবে না। নতুন করে আদায় করতে হবে। ওয়াক্ত চলে গেলেও নতুন করে কাযা আদায় করতে হবে। তবে নাপাকী যদি একটি ছোট পয়সার চেয়েও কম হয় তাহলে নামায আদায় হয়ে যাবে, এতটুকু পরিমাণ মাপ বলে গণ্য হবে।