আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6615

বিবাহ-তালাক

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি কাজী অফিসে গিয়ে একটি মেয়েকে বিয়ে করি… যেখানে অভিভাবক উপস্থিত ছিলেন না… পরবর্তীতে মেয়ের বাবা হুমকি ও ভীতি প্রদর্শন করে আমাদের দুজন কে খোলা তালাক এর ফরম এ স্বাক্ষর করতে বাধ্য করেন… আমরা মুখে কিছু উচ্চারণ করিনি বা আমাদের অন্তরেও ছিল না তালাক এর ইচ্ছে… আর আমাদের বিয়েটা মেয়ের বড় ভাই মেনে নিয়েছিল…

পরবর্তী তে আমরা এখনো পরস্পরের সাথে যোগাযোগ রাখছি আর আমরা নিজেদের এখনো স্বামী স্ত্রী হিসেবেই মনে করি… আর আশা করি আল্লাহ সব কিছু ঠিক করে আমাদের আবার এক করে দিবেন… এখন আমাদের কি গুনাহ হচ্ছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মেয়ের অভিভাবকের তথা পিতার অনুমতির বাইরে এই ধরণের বিয়ের মাধ্যমে পরিবারে, সমাজে, রাষ্ট্রে যে বিশৃঙ্খলা তৈরী করছেন তাতে গুনাহ না হওয়ার কোন কারণ নেই। কাজী অফিসে গিয়ে চুপি চুপি বিয়ে এটা বিয়ের আসল পরিচয় নয়। সবাইকে জানিয়ে দুই পরিবারের উপস্থিতিতে, তাদের সম্মতিতে বিয়ে হলে সেটাই মূলত বিয়ে। অধিকাংশ ফকিহর নিকট অভিভাবকের অনুমতি ছাড়া মেয়েদের বিবাহ সহীহ হয় না। পিতা জীবিত থাকা অবস্থায় বড় ভাই অভিভাবক নন। মেয়ের অভিভাবকের অনুমতি নিয়ে নতুন করে বিবাহ করে সংসার করলে সেটা হবে সবচেয়ে সুন্দর। এর বাইরে এখন যা করছেন তা অনেকটা গায়ের জোরে শরীয়াহকে নিজের প্রয়োজনে নিজের মত করে ব্যাখা করার মত। দেশে বিবাহযোগ্য বহু মেয়ে আছে, জোর করে কারো মেয়েকে বিয়ে করার বৈধতা ইসলামে নেই।