আস-সালামু আলাইকুম। আমি কাজী অফিসে গিয়ে একটি মেয়েকে বিয়ে করি… যেখানে অভিভাবক উপস্থিত ছিলেন না… পরবর্তীতে মেয়ের বাবা হুমকি ও ভীতি প্রদর্শন করে আমাদের দুজন কে খোলা তালাক এর ফরম এ স্বাক্ষর করতে বাধ্য করেন… আমরা মুখে কিছু উচ্চারণ করিনি বা আমাদের অন্তরেও ছিল না তালাক এর ইচ্ছে… আর আমাদের বিয়েটা মেয়ের বড় ভাই মেনে নিয়েছিল…
পরবর্তী তে আমরা এখনো পরস্পরের সাথে যোগাযোগ রাখছি আর আমরা নিজেদের এখনো স্বামী স্ত্রী হিসেবেই মনে করি… আর আশা করি আল্লাহ সব কিছু ঠিক করে আমাদের আবার এক করে দিবেন… এখন আমাদের কি গুনাহ হচ্ছে?