আস-সালামু আলাইকুম,
আমি আমার উপার্জিত কিছু টাকা দিয়ে সোনা কিনলাম। উদ্দেশ্য এই যে, ব্যাংকে আমার টাকা জমালে বছরে বছরে সুদ খেতে হবে এবং সেটা হারাম হবে। কিন্তু সে টাকা দিয়ে যদি সোনা বা রুপা কিনে জমা করে রাখি এবং সোনার দাম বাড়লে সোনা বিক্রি করে সেটার লভ্যাংশ ভোগ করি তাহলে কি সেটা আমার জন্য হালাল হবে কিনা? আর যদি কোনো কারণে সেটা হারাম হয় তাহলে হারাম হওয়ার কারণটা যানাবেন। জাজাকাল্লাহ খাইরান।