আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6613

জায়েয

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি একজন সরকারি কর্মকর্তা। বিভিন্ন জাতীয় দিবস প্রতিষ্ঠান প্রধান কমিটির মাধ্যমে উৎযাপন করেন। এক্ষেত্রে যে ব্যয় হয় তার সাথে কমিটির সদস্যদের সম্মানীসহ মোট ব্যয় প্রতিষ্ঠানের প্রধান নির্ধারণ করেন; যা বিলে মোট ব্যয় হিসেবেই দেখানো হয়। এই সম্মানীর অর্থ কি হালাল হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সরকার থেকে যদি  কমিটির সদস্যদের জন্য  সম্মানী নির্ধারণ থাকে তাহলে এই সম্মানী নেওয়া তাদের জন্য জায়েজ হবে। আর যদি নির্ধারণ না থাকে তাহলে প্রতিষ্ঠান প্রধান নির্ধারণ করলেও সেটা জায়েজ হবে না, তখন শুধুামাত্র অনুষ্ঠানের খরচের টাকা ব্যয় হিসাবে দেখাতে হবে।