আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6611

সুন্নাত

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

মুয়াবিয়া কে কি সাহাবী বলা যাবে? তাছাড়া হাবশার রাজা নাজ্জাশী কি মুমিন হয়েছিলেন?

উত্তর

হযরত মুআবিয়া রা. একজন বড় মাপের সম্মানীত সাহাবী। সাহাবীকে অবশ্যই সাহাবী বলতে হবে। সাহাবীকে সাহাবী না বলা বড় ধরণের আকীদাগত সমস্যা। বাদশাহ নাজাশীর মুসলিম হয়েছিলেন। রাসূল সা. তার গায়েবানা জানাযা করেছিলেন।