আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6610

সালাত

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

মালয়েশিয়ায় জুম্মা মসজিদ গুলোতে এলইডি টিভি লাগানো থাকে। যে গুলোতে বিভিন্ন আলেম ওলামাদের ছবি সহকারে তাদের বয়ান করার সময়সুচি ও বয়ান করার ছবি সমূহ সব সময় দেখানো হয়। এমন কি নামাজ চলা কালিনও দেখানো হয়। এতে ছবির কারনে নামাজের ক্ষতি হবে?

উত্তর

নামায চলাকালীণ টিভি চললে নামাযের প্রতি মনোযোগীতার বাঘ্যাত ঘটবে এটাই স্বাভাবিক। শুধু টিভি নয়, অনাকাঙ্খিত যে কোন শব্দ বা কাজেও নামাযের মনোযোগ নষ্ট হতে পারে। নামাযের প্রতি মানুষের মনোযোগ কমে যায় বা নামাযে বাঘ্যাত ঘটে এমন কাজ করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তবে সেখানকার পরিস্থিতি আমাদের নিকট অনেকটা অস্পষ্ট, সেখানকার অবস্থা স্থানীয় আলেমদের থেকে জানলে ভাল হবে।