আস-সালামু আলাইকুম। আগে আমি অজ্ঞাতবশত কয়েকবার সূর্যোদয়ের পরে ফজরের সালাত আদায় করেছি। আমি তখন কাজা নামাজ আদায় করছি–এরূপ কোন নিয়তও করিনি। এক্ষেত্রে আমার নামাজ কি হয়েছিল? তাছাড়া আমার সন্দেহ হয় ২-১ বার হয়ত আমি সূর্যোদয়ের পূর্বে নামাজ শুরু করলেও হয়ত নামাজ শেষ হতে হতে সূর্য উদিত হওয়া শুরু হয়েছিল। সেক্ষেত্রে আমার নামাজ কি কবুল হয়েছিল (কেননা সূর্যোদয়ের সময় নামাজ পড়া হারাম)? হুজুর, জানালে উপকৃত হতাম।