আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6608

সালাত

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। প্রবাসে কর্মরত আছি (ব্রুনাই)। নামায সম্পর্কিত একটি প্রশ্ন ।

প্রতিদিন কাজের স্থান থেকে বাসায় ফিরি সন্ধ্যা ৬:৩০মিনিটে, বাসায় পৌছায় ০৭:০৫ মিনিটের দিকে, পাঁচ মিনিট এদিক সেদিক হয়। এক সাথে অনেক লোক গাড়িতে করে আসতে হয়, চলন্ত গাড়িতে মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে যায়। আমি জানতে চাচ্ছি মাগরিবের নামাজ কি চলন্ত গাড়িতে সিটেল মধ্যে বসে পড়া যাবে কি না? চলন্ত অবস্থায় কেবলার দিক ও ঠিক থাকেনা, লোকজন কথাও বলি করে।

এখানে মাগরিবের ওয়াক্ত শুরু হয় ৬:৩০মিনিটে আর ইশারের ওয়াক্ত শুরু হয় ৭:৩৬ মিনিটে। এখন আমার জন্য উত্তম হবে কোনটা বাসায় এসে পড়া নাকি চলন্ত গাড়িতে পড়া। দয়া করে জানাবেন।

উত্তর

ওয়া আলাইাকুমুস সালাম। বাসায় ফিরে মাগরিবের নামায পড়বেন। যতটা সম্ভব দ্রুত আদায় কারবেন।  এশার ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত মাগরিবের নামাযের ওয়াক্ত বাকী থাকে। সুতরাং গাড়ীর ভিতর মাগরিবের নামায পড়বেন না।