আস-সালামু আলাইকুম, এশার নামাযে চার রাকাত ফরজ এর পরে দুই রাকাত সুন্নত এবং শেষে ১ রাকাত বেতের নামায আদায় করি । এটা কি ঠিক আছে কিনা জানতে চাই।
উত্তর
ওয়া আলাইকুমুস সালমা। জ্বী, এটাকে এশার সালাতের সর্বনিম্ন পরিমাণ বলা যায়। এর চেয়ে বেশীও পড়া যায়। সুন্নাত-নফল আরো বাড়ানো যায়। বিতর ১ রাকআত থেকে বাড়িয়ে ৩ রাকআত পড়া বেশী ভালো।