আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। কেউ যদি জীবনের বহু বছর নামাজ না পড়ে এবং পরবর্তীতে তাওবা করে নামাজী হয়, তবে তাকে কি ঐ সকল নামাজ কাযা পড়তে হবে? আর তার বদলে কি তার সন্তান কাযা সম্পূর্ণ করতে পারবে। তাছাড়া শুনেছি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করা কুফর, এক্ষেত্রে এ কাজ কেউ করলে সে কি আর মুসলিম থাকে না? সেসময় কি সে অ-মুসলিম বিবেচিত হবে?