আস-সালামু আলাইকুম, আমার ১ টা ছেলে আছে ২.৫ বছরের। সে এখানে সেখানে প্রসাব করে তবে আমি আগে নামাজ পরতাম না আর এগুলো নিয়ে ভাবতামও না। কাপড় পাক করার নিয়মও জানতাম না। না জেনে নাপাক কাপড় দিয়েই রান্নাঘর ক্লীন করেছিলাম যা আমি কয়েকদিন আগে জানতে পারছি।
আবার অনেক সময় বিছানায় বাচ্চা পেশাব করে দেয় আবার সেখানেই অনেক টাইম বাচ্চা ভেজা হাতে ধরে অন্য জিনিস ধরে বা খাবারের ভেজা বাটি নেয় যাতে আমার এখন মনে হচ্ছে সব কিছুতেই অদৃশ্য নাপাকি ছড়িয়ে গেছে। এর মধ্যে কাল আমি বিদেশ আমার স্বামীর কাছে খাবারের কিছু জিনিস পাঠিয়েছি ।
এখন আমার মনে খুন ভয় হচ্ছে যে, এই খাবার এর সাথে যদি কোনো অদৃশ্য নাপাকি চলে যায়, আমার বাসা থেকে আর তারা তো জানবেনা, সেখানেও ছড়িয়ে যাবে। আবার সেই রুম এর অন্যরা যখন বাসায় যাবে তখন তাদের সাথে যদি এই নাপাকি তাদের বাসায় গিয়েও ছড়িয়ে যায় আর তাদের নামাজ রোজা না হয়।
এখন আমি জানতে চাই যে যদি কোনো ভাবে নাপাকি চলেও যায় আর তারা তা না জেনে ছড়িয়ে যায় তাহলে কী তাদের নামাজ রোজা হবে আর আমার এজন্য কী সারাজীবন গুনাহ হবে?