আস-সালামু আলাইকুম।
ঢাকা শহড়ে বাসায় প্রতিদিনই ফকির এসে দরজায় নক করে। এমনকি তারা হেটে ছয় সাত তলায়ও উঠে যায়।
বাসায় দিনের বেলা অধিকাংশ সময়ই পুরুষ থাকেনা। এমতাবস্থায় বাসার মহিলারা নিরপত্তার স্বার্থে তাদের ভিক্ষা না দিলে কি বিষয়টি ইসলামের দৃষ্টিতে অপছন্দনীয় হবে? আজকাল এ ধরনের প্রচুর দুর্ঘটনার সংবাদ পাওয়া যায় পত্র পত্রিকায়।