আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6603

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম।
ঢাকা শহড়ে বাসায় প্রতিদিনই ফকির এসে দরজায় নক করে। এমনকি তারা হেটে ছয় সাত তলায়ও উঠে যায়।
বাসায় দিনের বেলা অধিকাংশ সময়ই পুরুষ থাকেনা। এমতাবস্থায় বাসার মহিলারা নিরপত্তার স্বার্থে তাদের ভিক্ষা না দিলে কি বিষয়টি ইসলামের দৃষ্টিতে অপছন্দনীয় হবে? আজকাল এ ধরনের প্রচুর দুর্ঘটনার সংবাদ পাওয়া যায় পত্র পত্রিকায়।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নিরাপত্তার সমস্যা হলে নিরাপত্তা অবলম্বন করে ভিক্ষা দিতে হবে। দরজান নীচ দিকে টাকার ১টা নোট দিয়ে দেয়া নিরাপত্তার জন্য কোন সমস্যা নয়। এই ধরণের ভবনের নীচে অনেক সময় গার্ড থাকে, তাদের মাধ্যমেও সম্ভব হলে নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। ইচ্ছা থাকলে এই ধরণর বহু উপায় বের হতে পারে। বড় বড় ভবনগুলো এখন অসহায় ভিক্ষুকদের জন্য বিড়ম্বনার কারণ। সুতরাং নিরপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে তাদেরকে সাহায্য করতে হবে। কিছু অপরাধীর কারণে ঢালাওভাবে অসহায় মানুষদের বঞ্চিত করা ঠিক হবে না।