আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6602

যাকাত

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

আমাদের এলাকায় একটি মাদ্রারাসা রয়েছে, যার নিজস্ব কোন বিল্ডিং নাই। বর্তমানে মাদরাসাটি একজন মানুষের ব্যক্তিগত বাড়িতে পাঠদান কার্যক্রম চলছে। এলাকার মানুষ হত দরিদ্র। যাদের এই বিল্ডিং নির্মানের সামর্থ নেই।

প্রশ্ন হলো, যাকাতের টাকা দিয়ে কি মাদ্রাসার বিল্ডিং নির্মাণ করা যাবে? এবং যাকাতের টাকা দিয়ে কি গরীব ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার খরচ বহন করা যাবে?

উত্তর

যাকাতের টাকা দিয়ে বিল্ডিং তৈরী করা যাবে না। তবে গরীব ছাত্রদের লেখাপড়ার জন্য খরচ করা যাবে। সেটাও নির্দিষ্ট নিয়মের মাধ্যমে হতে হবে। যাকাতের কত টাকা কাকে দিচ্ছেন সেটার স্পষ্ট হিসেব থাকতে হবে। যাকে দিচ্ছেন তাকে সেই টাকার মালিক বানিয়ে তারপর সেই টাকা তার পিছনে খরচ করতে হবে। যাকাত আদায় বৈধ হওয়ার একটি শর্ত হলো যাকাতের টাকার উপর যাকাত গ্রহিতার পূর্ণ মালিকানা সাব্যস্ত হওয়া। সুতরাং ইচ্ছা মত খরচ করা যাবে না। নির্দিষ্ট প্রক্রিয়া মেনে খরচ করতে হবে।