আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6601

জানাযা-কবর যিয়ারত

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। শায়েখ! আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।  তবে বেশি ভালো নেই। শায়েখ আমার একটা প্রশ্নটা হলো– গায়েবানা জানাজা পড়া কি ইসলামে জায়েজ আছে? হাসিদের আলোকে হাদিসের মুল আরবী  ইবারতটি দলিল সহকারে জানালে খুবই উপকৃত হবো, ইনশাআল্লাহ আশা করছি যথাযথ  উত্তর প্রদান করবেন। অপেক্ষায় থাকবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। গায়েবানা জানাযার (মৃত ব্যক্তির অনুপস্থিতিতে জানাযা) বিষয়ে আলেম ও ফকীহদের মাঝে ইখতিলাফ বা মতবিরোধ আছে। এই বিষয়ে মোট ৪টি মতামত পাওয়া যায়। ১। নিঃশর্ত জায়েজ। এটা শাফেয়ী ও হাম্বলী মাজহাবের মতামত। ২। গায়েবানা জানাযা কোনভাবেই জায়েজ নেই। হানাফী ও মালেকী মাজহাবের মতামত এটাই। হাম্বলী মাজহাবের ইমাম আল্লামা ইবনে কুদামা রহি. বলেন, وتجوز الصلاة على الغائب في بلد آخر بالنية فيستقبل القبلة ويصلي عليه كصلاته على حاضر وسواء كان الميت في جهة القبلة أو لم يكن وسواء كان بين البلدين مسافة القصر أو لم يكن وبهذا قال الشافعي وقال مالك و أبو حنيفة : لا يجوز অন্য শহরে কিবলার দিকে