আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6598

সুদ-ঘুষ

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমার শ্বশুর আর উনার কিছু বন্ধুরা মিলে একটি ট্রাস্ট করেছেন এখন সেই ট্রাস্ট থেকে উনার এক বন্ধুকে কিছু টাকা ঋণ দিয়েছেন সেই ঋণ এর জন্য উনার এক ফ্লাট থেকে তারা মাসে মাসে টাকা নেন এখন উনারা আবার ঋণ সম্পূর্ণ টাকা আবার নিবেন এখন উনারা যে মাসে মাসে ফ্লাট ভাড়া নিচ্ছেন এটা কি সুদ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, ঋনের বিপরীতে অতিরিক্ত যে টাকা তারা নিচ্ছে অর্থাৎ বাড়ি ভাড়ার টাকার সম্পূর্ণ সুদ হিসেব গণ্য।