আসসালামু আলাইকুম
হাদিসের মধ্যে প্রায় সময় দেখা যায় সাহাবাগণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু জিজ্ঞেস করেছেন তখন প্রায় সময়ই সাহাবিগন উত্তর দিয়েছেন যে আল্লাহ ও তার রাসুল ভালো জানেন।
আমার প্রশ্ন হলো এখানে কি আল্লাহর জানার সাথে রাসুল স. কে জানার জন্য শরিক করা হলো না?
উল্লেখ্য যে, আমি একজন মুসলিম এবং শিরক থেকে বেঁচে থাকতে চাই। এবং এটি জানি যে শিরক থেকে বেচে থাকতে আমাদের সাহাবিদের মতো আল্লাহ ও তার রাসুল স. কে ভালোবাসতে হবে। কিন্তু উপরের আমার প্রশ্নের বিষয়টি আমার অন্তরে কিছু সংশয় সৃষ্টি করছে। আশা করি অন্তরের সংশয় দূর করতে জ্ঞানগর্ভ উত্তর দিবেন ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খাইরান।