আস-সালামু আলাইকুম। আমি একটি সম্মানজনক পেশায় চাকরি করি। আমার বাবা ও একজন চাকরীজীবি। আমি আলহামদুলিল্লাহ সুদ এবং ঘুষ থেকে বিরত থাকার চেষ্টা করি।কিন্তু আমার বাবার উপার্জনে বেতনের টাকার পাশাপাশি ব্যাংকে-পোষ্ট অফিসে রাখা টাকার অংশ ও আছে। আমাদের গ্রামে পুরাতন টিনের বাড়ি ছিলো। সেখানে নতুন বিল্ডিং নির্মাণে সাহায্য করার জন্য, আমার বাবাকে আমি আমার হালাল উপার্জন থেকে প্রায় ২০ লক্ষ টাকা দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, যখনই আমি আমার কর্মস্থল থেকে বাসায় যাই, তখন নতুন বিল্ডিং এ থাকতে হয়। এই বাসায় থাকা কিংবা এই বাসার কোন অংশ ভাগ নেওয়া (বাবার অবর্তমানে) আমার জন্য জায়েজ কিনা?