আস-সালামু আলাইকুম। আমার ভাই একটি সরকারী প্রতিষ্ঠানের স্বল্প বেতনভুক্ত কর্মচারী। তার স্বল্প বেতনে বর্তমান পরিস্থিতিভেদে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। এজন্য বিকল্প উৎস থেকে টাকা উপার্জনের চেষ্টা করছে কিন্তু হালাল হারামের তোয়াক্কা করছেন না।সে কোনো একজনকে ছোট একটি পদে সরকারী চাকুরীর ব্যবস্থা করে দেওয়ার জন্য তার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছেন এবং সেই ব্যাক্তির জন্য তদবীর করে তার চাকরীর জন্য চেষ্টা করছেন। আমি তাকে অসৎ উপায়ে উপার্জনে বিরত থাকার জন্য বারবার বলেছি তাতে খুব একটা কাজ হচ্ছে না। সে এটিকে হারাম ভাবতেই ইচ্ছুক নয়। এমতাবস্থায় তার বাসায় যাওয়া কিংবা তার বাসায় গেলে খাওয়া আমার জন্য যায়েজ কিনা? তাকে কিভাবে উত্তম নাসিয়াহ দিতে পারি?