আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6585

দান-সদকাহ

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। অনেকেই কোনো ভালো কাজ করার পর এই বলে দুআ করে যে ” এর সওয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওযা মোবারকে পৌঁছে দিতে ” এটা কি কুরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভালো কাজ যদি দান-সদকাহ হয় তাহলে তার সওয়াব রাসূলুল্লাহ সা. বা যে কোন মৃত মানুষকে দেওয়ার জন্য আল্লাহ তায়ালার কাছে দুআ করা যাবে, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। দান-সদকার সওয়াব মৃত ব্যক্তিদের উপকারে আসবে। মৃতদের জন্য দুআ করাও কুরআন দ্বারা প্রমাণিত। অধিকাংশ আলেম ও ফকীহদের মতে জীবিত ব্যক্তিদের  দৈহিক ইবাদতের (সালাত, সাওম ইত্যাদি) সওয়াবও মৃত মানুষদেরকে দান করা যাবে। সুতরাং এভাবে দুআ করেত সমস্যা নেই। অনেক আলেম অবশ্য বলেছেন, দৈহিক ইবাদতের সওয়াব মৃত মানুষদের উপকার করবে না। দৈহিক ইবাদত মৃত ব্যক্তিদের উপকার করবে মর্মে কুরআন-সুন্নাহতে স্পষ্ট কোন প্রমাণ পাওয়া যায় না। বিস্তারিত জানতে ওয়া আলাইকুমুস সালাম। ভালো কাজ যদি দান-সদকাহ হয় তাহলে তার সওয়াব রাসূলুল্লাহ সা. বা যে কোন মৃত মানুষকে দেওয়ার জন্য আল্লাহ তায়ালার কাছে দুআ করা যাবে, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। দান-সদকার সওয়াব মৃত ব্যক্তিদের উপকারে আসবে। মৃতদের জন্য দুআ করাও কুরআন দ্বারা প্রমাণিত।অধিকাংশ আলেম ও ফকীহদের মতে জীবিত ব্যক্তিদের  দৈহিক ইবাদতের (সালাত, সাওম ইত্যাদি) সওয়াবও মৃত মানুষদেরকে দান করা যাবে। সুতরাং এভাবে দুআ করেত সমস্যা নেই। অনেক আলেম অবশ্য বলেছেন, দৈহিক ইবাদতের সওয়াব মৃত মানুষদের উপকার করবে না। দৈহিক ইবাদত মৃত ব্যক্তিদের উপকার করবে মর্মে কুরআন-সুন্নাহতে স্পষ্ট কোন প্রমাণ পাওয়া যায় না।বিস্তারিত জানতে