আস-সালামু আলাইকুম। আমি একটি অফিসে ব্যাবস্থপক পদে কর্মরত আছি। কাজের ফাঁকে সময় পেলে আমি কুরআন -হাদিস চর্চা করি। আল্লাহর রহমতে দায়িত্বে অবহেলা করার চেষ্টা করিনা। এখানে কুরআন -হাদিস , ইসলামি বই, পেপার -পত্রিকা এবং যিকির -আযকার করার যথেষ্ট সুযোগ আছে। যদি এসব না করি তহলে কাজের ফাকে চুপচাপ বসে থাকতে হবে। এটা জায়েয হবে কিনা? জানালে উপকৃত হব।