আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6583

সুন্নাত

প্রকাশকাল: 18 ডিসে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। একজন আলেম বলেছেন আমরা মুমিন সবাই আল্লাহর ওলী । কিন্তু আরেকজন আলেম বলেছেন যে কারা আল্লাহর ওলী এটা আমরা কেউই জানিনা কারণ এটা গায়েবের বিষয়। তো আমি এই বিষয়টা নিয়ে একটু দ্বিধার মধ্যে রয়েছি। আশাকরি আমাকে বিষয়টি বুঝিয়ে বলবেন। জাজাকামুল্লাহ খাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।  আল্লাহ তায়ালা বলেছেন, أَلا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لا خَوْفٌ عَلَيْهِمْ وَلا هُمْ يَحْزَنُونَ الَّذِينَ آَمَنُوا وَكَانُوا يَتَّقُونَ ‘‘জেনে রাখ! নিশ্চয় আল্লাহর ওলীগণের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিমত্মাগ্রস্থও হবে না- যারা ঈমান এনেছে এবং যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে আত্মরক্ষা করে চলে বা তাকওয়া অবলম্বন করে।’’ সূরা ইউনুস, আয়াত ৬২-৬৩। সুতরাং যারা মূ’মিন এবং ইসলাম অনুযায়ী চলে তারা সকলে সাধারণ অর্থে আল্লাহর ওলী বা আল্লাহ তায়ালার কাছে প্রিয়। যে ব্যক্তি যতি বেশী নেক আমল করবেন সে ততো বেশী আল্লাহ তায়ালার নিকট প্রিয় হবেন। তবে কার আমল আল্লাহ তায়ালা গ্রহণ করছেন আর কার আমল গ্রহণ করছেন না, কে আল্লাহ তায়ালার নিকট প্রিয়, কে প্রিয় না সেগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের কাজ করতে হবে আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য। ইনশাআল্লাহ আমরা আমাদের প্রতিদান পাবো।